পুলিশকে ফোনে গোয়েন্দাগিরি করার অনুমতি দিল ফ্রান্স

পুলিশকে ফোনে গোয়েন্দাগিরি করার অনুমতি দিল ফ্রান্স

আন্তর্জাতিক

জুলাই ৭, ২০২৩ ৯:৩৩ পূর্বাহ্ণ

ফোন ও অন্যান্য ডিভাইসের ক্যামেরা, মাইক্রোফোন, জিপিএস দূরবর্তীভাবে সক্রিয় করে সন্দেহভাজনদের ওপর গুপ্তচরবৃত্তি চালাতে পারবে ফরাসি পুলিশ।

বুধবার দেশটির আইনপ্রণেতারা এই সিদ্ধান্তে সম্মত হন। বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও সংগঠিত অপরাধের ক্ষেত্রে সন্দেহভাজন ব্যক্তিদের শব্দ এবং ছবি রেকর্ড করতে গাড়ি, ল্যাপটপ অথবা ফোনের মতো ডিভাইসগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

কমপক্ষে পাঁচ বছরের জেল হতে পারে, এমন শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে এই গুপ্তচরবৃত্তি চালানো যাবে বলে উল্লেখ করেন আইনপ্রণেতারা।

গুপ্তচরবৃত্তির এই আইন প্রণয়নের পর বিভিন্ন বাম দল ও অধিকাররক্ষীদের/কর্মীদের তোপের মুখে পড়েছেন আইনপ্রণেতারা। ডিজিটাল অধিকার গ্রুপ ‘লা কোয়াড্রেচার ডু নেট মে’ এক বিবৃতিতে জানায়,  এসব আইন ‘মৌলিক স্বাধীনতা লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ বাড়ায়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *