পাকিস্তানের মন্ত্রিসভায় পাঁচ নারী

আন্তর্জাতিক

এপ্রিল ২২, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ

পাকিস্তানে নতুন সরকার গঠিত হয়েছে। মঙ্গলবার শাহবাজ শরিফের মন্ত্রিসভার ৩৭ জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। এতে রয়েছেন পাঁচ নারীও। এই নারী মন্ত্রীরা হলেন হিনা রব্বানী খায়ের, শেরি রহমান, মরিয়ম আওরঙ্গজেব, আয়েশা গাউস পাশা ও শাজিয়া মারি। হিনাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে। তিনি তার সৌন্দর্যের জন্য সবসময়ই খবরে থাকেন। শাজিয়া মারিও তাই। শাজিয়া শুধু পাকিস্তানে নয়, সারাবিশ্বে তার লুক নিয়ে আলোচনায় রয়েছেন তিনি। বাকি তিনজন খ্যাতি অর্জন করেছেন স্পষ্টভাষী হিসাবে।

হিনা রব্বানী খায়ের : পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হিনা রব্বানী খায়ের ১৯ নভেম্বর ১৯৭৭ সালে পাঞ্জাবের মুলতানে জন্মগ্রহণ করেন। তিনি জাট পরিবারের অন্তর্ভুক্ত। ২০০২ সালে হিনা তার বাবা গোলাম নূর রব্বানীর রাজনৈতিক উত্তরাধিকারকে এগিয়ে নেওয়ার জন্য রাজনীতিতে পা রাখেন। তিনি প্রথমবারের মতো মুজাফফরগড় থেকে এমপি নির্বাচিত হন। এরপর শওকত আজিজের সরকারে তাকে অর্থনৈতিকবিষয়ক প্রতিমন্ত্রী করা হয়।

শেরি রহমান : আমেরিকায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত শেরি রহমানকে জলবায়ু পরিবর্তন মন্ত্রী করা হয়েছে। এর আগে তিনি তথ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। মিডিয়া সেন্সরশিপ নিয়ে তার সরকারের সঙ্গে মতপার্থক্য তৈরির পর তিনি ২০১৯ সালে পদত্যাগ করেছিলেন। শেরির মা স্টেট ব্যাংক অব পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ১৯৬০ সালের ২১ ডিসেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন শেরি।

মরিয়ম আওরঙ্গজেব : পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন) নেত্রী মরিয়ম আওরঙ্গজেবকে পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী করা হয়েছে। মরিয়ম তার বিশেষ কর্মোদ্যমের জন্য সারাবিশ্বে বিখ্যাত। ২০১৩ সালে তিনি মহিলাদের জন্য সংরক্ষিত আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। আওরঙ্গজেবকে মরিয়ম নওয়াজের ঘনিষ্ঠ মনে করা হয়। দু’জনে একসঙ্গে অনেক ক্ষেত্রে কাজ করেছেন।

আয়েশা গাউস পাশা : পাকিস্তানের নতুন অর্থ প্রতিমন্ত্রী আয়েশা গাউস পাশা। মহিলাদের জন্য সংরক্ষিত একটি আসনে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)-এর প্রার্থী হিসাবে জুন ২০১৩ সালে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন আয়েশা। ২০১৫ সালের মে মাসে, তিনি প্রধানমন্ত্রীর প্রাদেশিক মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। তাকে পাঞ্জাবের অর্থমন্ত্রীও করা হয়।

শাজিয়া মারি : বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শাজিয়া মারি। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন শাজিয়া। ১৯৭২ সালের ৮ অক্টোবর তিনি করাচিতে জন্মগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *