নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে অগ্নিনির্বাপণ মহড়া

দেশজুড়ে

মার্চ ৩০, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ

রিপন মজুমদার জেলা প্রতিনিধি

নোয়াখালীতে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩০ মার্চ সকাল ১০:০ ঘটিকায় এক মহড়ায় ঘরবাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডারসহ পেট্রোলিয়াম জাতীয় পদার্থে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল ও পদ্ধতি উপস্থিত পুলিশ সদস্যদের দেখিয়ে দেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

মহড়ায় প্রথমে জেলা পুলিশ লাইন্সে কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। এরপর অগ্নি-নির্বাপণ যন্ত্র ও পানিবাহী গাড়ির সাহায্যে কিভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পরা লোকজনদের স্ট্রেচার ও রশির সাহায্যে উদ্ধারসহ কিভাবে জীবন বাঁচানো যায় ও আহত ব্যক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় তা প্রর্দশন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন বিজয়া সেন,অতিঃপুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস। কবির হোসেন, সিনিয়র স্টেশন অফিসার, মাইজদী ফায়ার সার্ভিস। নোয়াখালী সহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *