নোয়াখালীতে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

দেশজুড়ে

মে ১৫, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে।

রোববার(১৫ মে) গভীর রাতে ওই ইউনিয়নের পৌরন বিবি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মৎস্য খামারি নম লাল চন্দ্র দাস জানান, আমি ১২৭ শতাংশ ৩ টি পুকুরে মাছ চাষ করি। গত মাসের ১০ তারিখে এরকম আমার একটা পুকুরের সব মাছ মরে যায়, তখন আমি ভেবেছিলাম প্রাকৃতিক কারণে হয়তো কিছু মাছ মারা গিয়েছে। তাই কারো কাছে কোনো অভিযোগ করে নি। আজকে সকালে অন্য দুইটি পুকুরে মাছ গুলোকে খাবার দিতে গিয়ে দেখি আমার অন্য ২টা পুকুরেরও মাছগুলো মরে ভেসে উঠেছে। পরে আমি বিষয়টি পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছি।

নম লালের দাবি ৩টা পুকুরেরই পুকুরে প্রায় ৫ লাখ টাকার মতো মাছ ছিলো, এখন সব মাছই মরে গিয়েছে। তিনি ঋণ নিয়ে মাছ গুলো চাষ করেছে বলে জানান। তবে কে বা কারা এ বিষপ্রয়োগ করেছে তা বলতে পারছেন না তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক রনি জানান, বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পেয়েছি, তদন্তকরে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *