‘নিয়ম মেনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে: প্রধানমন্ত্রী

রাজনীতি

নভেম্বর ১৮, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী বলেন, ‘নিয়ম মেনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আমরা ভেবেছিলাম অন্যান্য দল নির্বাচনে আসবে। যারা নির্বাচনে এসেছে সবাইকে ধন্যবাদ জানাই। আর যাদের মানুষের উপর আস্থা নেই, বিশ্বাস নেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। অথচ একটা নির্বাচন বানচাল করলে দেশের যে একটা বড় ক্ষতি হয়, তা দুঃখ জনক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম কিনেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ হাসিনা এসব কথা বলেন।

আওয়ামী লীগ এ দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে জানিয়ে তিনি বলেন, ‘বহু কষ্ট করে দেশে ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এটা আমরা করতে পেরেছি। মানুষ এখন স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে। এটা অব্যহত রাখতে হবে। আর ভোট নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

এসময় যারা ধ্বংসাত্নক কাজ করছে তাদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *