নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে সাকিব

নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে সাকিব

খেলা স্লাইড

জুন ১৬, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচ চলছে মিরপুরে। এদিকে ইনডোরে পুনর্বাসন কার্যক্রম চলছে সাকিব আল হাসানের। ডান হাতের তর্জনীর চোটের দরুন ঢাকা টেস্টে নেই তিনি। আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি ২০ সিরিজের আগে ফিট হয়ে উঠতে চান তিনি। এরপর রয়েছে কানাডায় গ্লোবাল টি ২০ লিগ। বৃহস্পতিবার সকালে মিরপুর ইনডোরে বোলিং অনুশীলন করেন সাকিব। তার সঙ্গে ছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এরআগে কয়েকদিন ধরে রানিং ও জিমে সময় কাটিয়েছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।

কানাডার গ্লোবাল টি ২০ লিগের তৃতীয় আসরে বাংলাদেশ থেকে সাকিব ছাড়াও দল পেয়েছেন লিটন দাস। সাকিব খেলবেন মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে। লিটনকে দলে নিয়েছে সারে জাগুয়ার্স। তিন বছর পর ফিরছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ২০ জুলাই থেকে ৬ আগস্ট বসবে এবারের আসর। ১৮ দিনের টুর্নামেন্টে মোট ম্যাচ ২৫টি। গ্লোবাল টি ২০ লিগের প্রথম দুই আসর বসেছিল ২০১৮ ও ২০১৯ সালে। কোভিড মহামারির কারণে পরের তিন বছর আর কোনো আসর বসেনি।

ঈদের পর আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি ২০ ম্যাচের সিরিজ শেষ হবে ১৬ জুলাই। একমাত্র টেস্ট খেলে আফগানরা দুবাই যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *