নাপোলিকে হারানো কোচিং ক্যারিয়ারের সেরা মুহূর্ত: জাভি

নাপোলিকে হারানো কোচিং ক্যারিয়ারের সেরা মুহূর্ত: জাভি

খেলা

মার্চ ১৪, ২০২৪ ৬:২৮ পূর্বাহ্ণ

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা তার কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত।

গতকাল অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিকে বিদায় করে ২০২০ সালের পর প্রথমবারের মত শেষ আট নিশ্চিত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমাদের নিয়ে অনেক ধরনের অযৌক্তিক সমালোচনা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা হাস্য-রসে পরিণত হয়েছি। সব কিছুর উর্ধ্বে উঠে আমাদের চাপ নিতে হয়েছে।

নাপোলির বিপক্ষে বার্সেলোনার ভাল খেলার বিকল্প ছিল না। আমরা সেটাই করে দেখিয়েছি। আমাদের কাছে এটা শেষ আটে খেলার যোগ্যতা অর্জনের থেকেও বড় কিছু। বার্সেলোনা কোচ হিসেবে এটা আমার অন্যতম সেরা মুহূর্ত।’

মৌসুম শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত পরিবর্তনের কোন ইচ্ছে নেই বলে জাভি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। গত জানুয়ারিতে জাভি নিজের এই সিদ্ধান্তের ঘোষণা দেন। তারপর থেকে বার্সেলোনা এ পর্যন্ত নয় ম্যাচে অপরাজিত রয়েছে।

১৭ বছর বয়সী সেন্টার ব্যাক পাও কুবারসিকে ম্যাচ সেরার পুরস্কার দেয়া হয়েছে। তরুণ এই ডিফেন্ডারের প্রশংসা করে জাভি বলেছেন, ‘তার মধ্যে অনেক মেধা আছে, ধৈর্য্য আছে। মানুষ হিসেবেও কুবারসি অনেক আন্তরিক।

নিজেকে প্রতিদিনই উন্নত করার মানসিকতা নিয়ে মাঠে নামে। বার্সেলোনা ও স্প্যানিশ ফুটবলের জন্য সে আশীর্বাদ হয়ে এসেছে। তাকে আমরা সর্বোচ্চ মানের একজন ডিফেন্ডার হিসেবে ভবিষ্যতে দেখার অপেক্ষায় আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *