দলের ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলংকার অধিনায়ক

খেলা

আগস্ট ২৯, ২০২২ ৬:৩৬ পূর্বাহ্ণ

এশিয়া কাপের চলমান ১৫তম আসরের উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে স্রেফ উড়ে যায় শ্রীলংকা ক্রিকেট দল।

এশিয়ার একটি উঠতি দলের বিপক্ষে এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন দলের এমন পরাজয় সত্যিই অবাক করার মতো।

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয় শ্রীলংকা।

টার্গেট তাড়া করতে নেমে রীতমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে ১০.১ ওভারে ১০.৪২ গড়ে রান তুলে ৮ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান।

আফগানদের বিপক্ষে চরম বাজে ব্যাটিং নিয়ে শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা বলেন, আফগানিস্তান ম্যাচে আমাদের উচিত ছিল উইকেট দেখে ব্যাটিং করা। পিচে শ্রীলংকার স্পিনারদের কোনো সাহায্য ছিল না। অল্প ঘাস ছিল। তবে আফিগানিস্তানের স্পিনাররা বিশ্বমানের। তারা যে কোনো উইকেটে এবং যে কোনো পরিস্থিতিতে ভালো করতে সক্ষম।

তিনি আরও বলেন, টি-টোয়েন্টিতে ভালো করতে হলে পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমাদের পরবর্তী লক্ষ্য হলো পরের ম্যাচটা জিতে পরবর্তী রাউন্ডে যাওয়া।

ম্যাচে শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকাও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তিনি প্রথম বলেই শূন্যরানে আউট হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *