ঢাকা টেস্ট শুরু আজ, বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ঢাকা টেস্ট শুরু আজ, বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলা স্লাইড

জুন ১৪, ২০২৩ ৮:৩১ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল দশটা থেকে শুরু হবে ম্যাচটি। তবে ম্যাচের আগের দিন বড় একটি দু:সংবাদই পেয়েছে টাইগাররা। ব্যাকপেইনের কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকেও একই সঙ্গে পাচ্ছে না বাংলাদেশ দল। এদিকে মিরপুরের উইকেটে ঘাস দেখা গেছে। যে কারণে পেস বোলারদের আধিপত্য দেখা যাবে এই টেস্টে। সংবাদ সম্মেলনে সেটির আভাসও দিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

টাইগার এই কোচ বলছিলেন, ‘আমরা সবাই জানি আমাদের এখন ৭-৮জন পেসার আছে যাদের আমরা যেকোনো সময় নিতে পারি। এইচপি থেকে বাংলাদেশ টাইগার্সে যারাই পেসারদের সঙ্গে কাজ করেছে তারা দারুণ করেছে এটা বলতেই হবে। আর পেসাররাও খুব দ্রুত প্রস্তুত হয়েছে এই পর্যায়ে খেলার জন্য। কালকে আমরা ৩ জন পেসার নিয়ে খেলবো নাকি চারজন জানি না এখনো, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে তারা ভালো খেলার জন্য প্রস্তুত।’

এদিকে ম্যাচের আগের দিন মঙ্গলবার (১৩ জুন) সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের মাটিতে যেকোনো দলের জন্যই খেলা কঠিন বলে দাবি করেন আফগান প্রধান কোচ জনাথন ট্রট, ‘বাংলাদেশ একসময় নবীন ছিল, এখন টেস্ট দলগুলোকে হারাচ্ছে। এই লক্ষ্য থাকা জরুরি। আমাদের টেস্ট ক্রিকেটাররা এই ফরম্যাটকেই সবচেয়ে বেশি পছন্দ করে। দলে এমন অনেকে আছে যারা সাদা বলে খেলেনি। আন্তর্জাতিক ক্রিকেট তাদের জন্য নতুন। ব্যাপারটা চ্যালেঞ্জিং, তবে কোচিং প্যানেলের জন্য রোমাঞ্চকর। বাংলাদেশে খেলা যেকোনো দলের জন্যই কঠিন।’

বাংলাদেশ নিজেদের মাটির সুবিধা নিলেও ভালো খেলতে মুখিয়ে আফগানিস্তান, ‘হোম টিম তো এডভান্টেজ পাবেই। তার মানে এই নয় তারা আমাদের চেয়ে ভালো খেলবে। আমরা বাংলাদেশে টেস্ট খেলার ব্যাপারে রোমাঞ্চিত। আমরা নিজেদের সেরাটাই চেষ্টা করব। সবাই টেস্টের জন্য প্রস্তুত, এটা নিশ্চিত করা আমাদের কাজ।’

টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে কিছুটা জল্পনা-কল্পনা থাকছে। তামিম না থাকায় একাদশে দেখা যাবে মাহমুদুল হাসান জয়কে। সঙ্গী হিসেবে থাকবেন জাকির হাসান। এছাড়া একাদশে থাকবেন তিন পেসার, দুই স্পিনার।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *