ঢাকায় মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু আজ

ঢাকায় মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু আজ

জাতীয় স্লাইড

ডিসেম্বর ২, ২০২৩ ৯:২৩ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই চলছে। ঢাকায় আনুষ্ঠানিকভাবে আজ শনিবার শুরু হবে এ কার্যক্রম। যাচাইবাছাই শেষে ৪ ডিসেম্বর সকাল ১০টার পর থেকে ঢাকা জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের বিষয়ে জানাবে নির্বাচন কমিশন।

এরপর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিন থেকেই প্রচারণা শুরুর সুযোগ পাবেন প্রার্থীরা। যা চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

গত ১৫ নভেম্বর চব্বিশের ভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১ হাজার ৯৬৬ জন প্রার্থী ইসিতে নিবন্ধিত ৩২টি রাজনৈতিক দলের। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৭৪৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *