টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগান দলে আছেন যারা

খেলা

সেপ্টেম্বর ১৬, ২০২২ ৬:৩৭ পূর্বাহ্ণ

আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বৃহস্পতিবার দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের বিশ্বকাপ দলে অভিজ্ঞদের আধিপত্য। ১৫ সদস্যের দলে রয়েছেন নিয়মিত পারফর্মার মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমানরা। আর স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আছেন আরও ৪ জন।

আফগানিস্তানের বিশ্বকাপ দলে আছেন কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, নাভিন উল হক, ফজল হক ফারুকীরা।

এশিয়া কাপের দলে থাকা সামিউল্লাহ শিনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, আফসার জাজাই, করিম জানাত এবং নুর মোহাম্মদকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়েছে আফগান বোর্ড।

বিশ্বকাপের মূলপর্বে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। ১৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে অ্যালান বর্ডার ফিল্ডে। অন্যটি ১৯ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে গাব্বাতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের দল
মোহাম্মদ নবি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সালিম সাফি ও উসমান গানি।

স্ট্যান্ড বাই: আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *