টিকাদান কার্যক্রম সফলভাবেই হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় স্লাইড

এপ্রিল ২৮, ২০২২ ৮:৫৮ পূর্বাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকাদান কার্যক্রম সফলভাবেই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা কাজ করেছি। করোনা সংক্রমণের হার এখন অনেক কম। মৃত্যুর সংখ্যাও নেই বললেই চলে। তবে করোনা নিয়ে অবহেলা করা যাবে না।

তিনি বলেন, করোনা এখনো যায়নি, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

বুধবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় কর্নেল মালেক টাওয়ারে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।  জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখনো অনেক দরিদ্র মানুষ আছে। দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন কাজ করে চলেছেন। এ রমজানেও গৃহহীন মানুষকে প্রায় ৩০ হাজার ঘর দিয়েছেন। এরই মধ্যে গৃহহীনদের ছয় লাখ ঘর দিয়েছেন। ভবিষ্যতে আরো দেবেন। তিনি প্রত্যেকটি মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেবেন।

অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন সভাপতিত্ব করেন। এতে মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম, ডিসি মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *