ঝিনাইগাতীর প্রথম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদের ইন্তেকাল

ঝিনাইগাতীর প্রথম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদের ইন্তেকাল

দেশজুড়ে

এপ্রিল ১০, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদ এম.কম ঢা.বি. ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ৯ এপ্রিল, রবিবার রাত ৮.৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি প্রথম জীবনে ঢাকাস্থ মিল্কভিটা কোম্পানীতে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং উপজেলা চেয়ারম্যান এর সময় শেষে তিনি জামালপুর জেলার লাহিড়ীকান্দা হযরত ইউনুস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি শেরপুরস্থ তাঁর নিজ বাসায় থাকাকালীন সজবরখিলা জামে মসজিদের সভাপতি ছিলেন এবং সজবরখিলাস্থ শেরপুর ওরিয়েন্টাল স্কুলের সভাপতি ছিলেন। তাঁর নিজ গ্রাম ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া প্রধান পাড়ায় একটি মসজিদ প্রতিষ্ঠা করেন।

মরহুমের জানাজার নামাজ আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শেরপুরে এবং দুপুর ২টা ৩০ মিনিটে ঘাগড়া কামার পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *