জুনে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ ৩৮৮ কোটি

জুনে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ ৩৮৮ কোটি

অর্থনীতি

আগস্ট ১৮, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশিদের বিদেশে গিয়ে ক্রেডিট কার্ড ব্যবহারের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। জুন মাসে ভারতে গিয়ে তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ৬১ কোটি টাকা। ভ্রমণ, চিকিৎসা ও অনলাইনে পণ্য কেনাকাটায় এসব ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন বাংলাদেশিরা। জুন মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচ হয়েছে ৩৮৮ কোটি টাকা। ভারতে খরচ হয়েছে মোট খরচের ১৬ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ক্রেডিট কার্ডে ডলার খরচ করার আগে গ্রাহকদের প্রথমে বাণিজ্যিক ব্যাংকে গিয়ে পাসপোর্টের মাধ্যমে ডলার এনডোর্স করতে হয়। পরে অনুমোদনকৃত ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা যায়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন বাংলাদেশি পাসপোর্টধারী বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারেন।

ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪ শতাংশ, সৌদি আরবে ৮ শতাংশ, থাইল্যান্ডে ৮ শতাংশ, যুক্তরাজ্যে ৭ শতাংশ, সিঙ্গাপুরে ৬ শতাংশ, কানাডায় ৬ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ৬ শতাংশ, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে ৫ শতাংশ।

বাংলাদেশিরা যেমন ভারত বা অন্য দেশে গিয়ে অর্থ খরচ করেন তেমনি বিদেশিরা বাংলাদেশে এসে টাকা খরচ করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুনে বাংলাদেশে বিদেশি নাগরিকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করেছেন ১৯৬ কোটি টাকা, যা মে মাসে ছিল ২১০ কোটি টাকা। এক মাসে বিদেশিদের লেনদেন কমেছে ৭ শতাংশ।

বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা জুন মাসে বিদেশে গিয়ে যে পরিমাণ অর্থ খরচ করেছেন, একই সময়ে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছেন তার অর্ধেক।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের ভেতরে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচ হয়েছে ২ হাজার ৪১৩ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে ১ দশমিক ৮৭ শতাংশ বেশি। আগের মাসে খরচ হয়েছিল ২ হাজার ৩৬৯ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *