জিডিপিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান হবে দ্বিতীয়: বিশ্বব্যাংক

জিডিপিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান হবে দ্বিতীয়: বিশ্বব্যাংক

জাতীয় স্লাইড

এপ্রিল ৩, ২০২৪ ৭:৪৮ পূর্বাহ্ণ

চলতি ২০২৩-২৪ অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থান হবে বাংলাদেশের। আর সর্বোচ্চ স্থান অধিকার করবে ভারত।

রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংক জানায়, চলমান অর্থবছর শেষে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে ভারত। আর দ্বিতীয় সর্বোচ্চ হবে বাংলাদেশের। এদেশের প্রবৃদ্ধি অর্জিত হবে ৫ দশমিক ৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তা ছিল ৫ দশমিক ৮ শতাংশ।

এরপর ভুটান ৪ দশমিক ৯ শতাংশ, মালদ্বীপ ৪ দশমিক ৭ শতাংশ, নেপাল ৩ দশমিক ৩ শতাংশ, শ্রীলঙ্কা ২ দশমিক ২ শতাংশ এবং পাকিস্তান ১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।

এদিকে দক্ষিণ এশিয়ায় সামগ্রিকভাবে প্রবৃদ্ধি অর্জন হবে ৬ শতাংশ। সেই হিসাবে প্রবৃদ্ধি কমেছে বলে জানানো হয়েছে।

এসময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক, সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রনজিত ঘোষ, বার্নাড হ্যাভেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *