জনগণের হাতে টাকা আছে, ঈদ শপিং শুরু হয়ে গেছে’

জনগণের হাতে টাকা আছে, ঈদ শপিং শুরু হয়ে গেছে’

রাজনীতি

মার্চ ১৫, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ণ

 

জনগণের ক্রয় ক্ষমতা বেড়েছে, হাতে টাকা আছে বলেই এরইমধ্যে ঈদ শপিং শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাজার মূল্য ঊর্ধ্বগতিতে সিন্ডিকেট আছে। তবে এরমধ্যে বিএনপির মদদ আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

কাদের বলেন, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এখানে সরকার নিষ্ক্রিয় নয়। সরকার দ্রব্যমূল্য লাগামের মধ্যে রাখার জন্য সক্রিয় রয়েছে। প্রধানমন্ত্রী সারাক্ষণ দেশের এই সংকট মোকাবিলায় সময় দিচ্ছেন।

নির্বাচনে বিএনপি আসে নাই, তারা আন্দোলনেও ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি বলেছিল নির্বাচনের পর মার্চে দুর্ভিক্ষ হবে। কোথায় দুর্ভিক্ষ চলছে দেশে? একটা লোক না খেয়ে মারা গেছে এমন উদাহরণ দেখাতে পারবেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, কারা দ্রব্যমূল্য সিন্ডিকেট করে বাড়িয়েছে তাদের আমরা খুঁজে বের করছি। এক্ষেত্রে যদি বিএনপির কেউ জড়িত থাকে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *