জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন কবি নজরুল সরকারি কলেজ এক্স ক্যাডেট

দেশজুড়ে

সেপ্টেম্বর ১, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

গত ৩০ই আগষ্ট (শুক্রবার) ইউনাইটেড এক্স ক্যাডেট এসোসিয়েশন অব সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ( UECASSC ) এর উদ্যোগে, ব্যারিষ্টার কামরুল হাসান তুষারের সৌজন্যে সেহরাওয়ার্দী কলেজ বি.এন.সি.সি প্লাটুনের এক্স ক্যাডেট “শুভ রায় “এর চিকিৎসার খরচের সহযোগিতার জন্য INTER-PLATOON SHORT PITCH CRICKET TOURNAMENT আয়োজন করা হয়। এ টুর্নামেন্টটি
শুক্রবার সকাল ৭ ঘটিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

“কবি নজরুল সরকারী কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশন”, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্স ক্যাডেট এসোসিয়েশন” কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন । এই খেলাটি খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে দর্শকদের উপহার দেয় ।

উক্ত ম্যাচটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী আজিম বেপারী, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন “ইউনাইটেড এক্স ক্যাডেট এসোসিয়েশন অব সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ” ( UECASSC ) এর আহবায়ক তৌফিক আহমেদ ও কবি নজরুল সরকারী কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশন” এর সভাপতি বি.এম সায়েম। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সোহরাওর্য়াদী কলেজের এক্স ক্যাডেট আন্ডার অফিসার এবং সাবেক ইনচার্জ মোহম্মাদ সুমন। পরবর্তীতে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্স সি ইউ ও নুরুল হুদা ।

মানবিক হৃদয়ের মানুষ সর্বদাই মানবতার সেবায় মগ্ন থাকেন, নিঃস্বার্থভাবে মানুষের মঙ্গল ও সুরক্ষার জন্য কাজ করেন। এই আয়োজনটি তাঁরই বহিঃপ্রকাশ। প্রকৃত জয় হয়েছে মানবতার।

অনুষ্ঠানের শেষ অংশে আমন্ত্রিত সকল দর্শকদের আর্ত মানবতার সেবায় এক্স ক্যাডেটদের এগিয়ে আসার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *