ছাত্রলীগের সম্মেলন ডিসেম্বরে

ছাত্রলীগের সম্মেলন ডিসেম্বরে

রাজনীতি স্লাইড

নভেম্বর ১, ২০২২ ৯:০৮ পূর্বাহ্ণ

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের দেখভালের দায়িত্বে থাকা দলের চার নেতা জরুরি সভা করেছেন।

সোমবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

এছাড়া জরুরি সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, জরুরি সভায় ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে আলোচনা হয়। কবে তারিখ দিলে সম্মেলন প্রস্তুত করা সম্ভব, সেই বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্তদের কাছে জানতে চাওয়া হয়। আগামী ৩ ও ১০ ডিসেম্বর মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। দলের সভাপতির কাছে তারিখগুলো পাঠানো হবে। তিনি সম্মতি দিলেই নির্ধারিত তারিখে সম্মেলন অনুষ্ঠিত হবে।

জরুরি সভার প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা মূলত ছাত্রলীগের বিষয়ে চারজন বসেছিলাম। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও ছিলেন। আজ সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সব সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, মূলত ছাত্রলীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে। সুনির্দিষ্ট তারিখ বলে লাভ নেই। তারিখ যাই হোক আওয়ামী লীগের সম্মেলন অর্থাৎ ২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের সম্মেলন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *