চীন সফরে গেল আ.লীগের প্রতিনিধিদল

চীন সফরে গেল আ.লীগের প্রতিনিধিদল

রাজনীতি স্লাইড

মে ২৬, ২০২৪ ৬:২০ পূর্বাহ্ণ

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে দেশটিতে সফরে গেছে আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল। শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা।

প্রতিনিধিদলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা রয়েছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য তানভীর শাকিল জয়। আগামী ৫ জুন সফর শেষে দেশে ফিরবেন তারা।

প্রতিনিধি দলের সঙ্গে থাকা যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, প্রতিনিধি দলের সদস্যদের চীনা কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র, দল কীভাবে চলে ও তৃণমূলে কীভাবে কাজ করে সব বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *