চলে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপ ঘোষাল

বিনোদন

ডিসেম্বর ১৬, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ণ

গুপি গাইন’ খ্যাত কণ্ঠশিল্পী এবং ভারতের সাবেক তৃণমূল সংসদ সদস্য অনুপ ঘোষাল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার (১৫ ডিসেম্বর) কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

অনুপ ঘোষালের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক বার্তায় তিনি লেখেন, অনুপ ঘোষালের প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো সিনেমায় সংগীত পরিবেশন করেছিলেন অনুপ। মূলত নজরুলগীতি ও শ্যামাসংগীতের জন্য গানের ভুবনে প্রশংসিত হয়েছিলেন তিনি।
২০১১ সালে তাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির উত্তরপাড়া বিধানসভা আসন থেকে প্রথমবার প্রার্থী হয়ে জয় লাভ করেন তিনি। তবে এরপরে আর তাকে টিকিট দেয়নি তৃণমূল। রাজনীতির সঙ্গেও বিশেষ যোগাযোগ ছিল না এই শিল্পীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *