চলতি বছরে থাইল্যান্ডে হিট স্ট্রোকে মৃত্যু ৬১

চলতি বছরে থাইল্যান্ডে হিট স্ট্রোকে মৃত্যু ৬১

আন্তর্জাতিক

মে ১১, ২০২৪ ৮:৪৯ পূর্বাহ্ণ

তীব্র গরম ও তাপপ্রবাহে এ বছর ৬১ জনের মৃত্যু হয়েছে থাইল্যান্ডে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গরমে থাইল্যান্ডে এই মৃত্যুহার গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালে সারা বছরে হিট স্ট্রোকে মারা গিয়েছিল ৩৭ জন। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসেই মৃত্যুহার বেড়েছে। শুক্রবার এএফপির প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাস থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে থাইল্যান্ডে। অসহনীয় গরমের কারণে এ পর্যন্ত একাধিকবার দেশজুড়ে তাপ সতর্কতাও (হিট অ্যালার্ট) জারি করতে বাধ্য হয়েছে থাইল্যান্ডের সরকার। বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে। ওই অঞ্চলটি কৃষিপ্রধান এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *