ঘূর্ণিঝড় ‘আসানি’ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

জাতীয় স্লাইড

মে ৬, ২০২২ ২:০৭ অপরাহ্ণ

আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পর্যায়ক্রমে নিম্মচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আসানিতে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, আজ সকালে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো পরিবর্তন হয়ে গভীর লঘুচাপে পরিণত হবে। এরপর নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপের পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়ের নাম হবে আসানি।

এদিকে এখন পর্যন্ত লঘুচাপটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এ মুহূর্তে এটি কোন দিকে আঘাত হানবে, সে বিষয়ে স্পষ্টভাবে বলা যাচ্ছে না।

আগামী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীর দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে বলেও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *