গাজা ইস্যুতে ব্যর্থ হয়েছে বিশ্ব: এরদোগান

গাজা ইস্যুতে ব্যর্থ হয়েছে বিশ্ব: এরদোগান

আন্তর্জাতিক

জুন ৬, ২০২৪ ৮:০৮ পূর্বাহ্ণ

গাজা উপত্যকায় ইসরাইল শুধু শিশুহত্যাই করছে না, তারা মানবতাকেও ছিন্নভিন্ন করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজা ইস্যুতে বিশ্বমানবতা ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তিনি। খবর ডেইলি সাবাহর।

মঙ্গলবার আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে গাজায় ঝুঁকিতে থাকা শিশুদের রক্ষা করতে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেন তিনি।

গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের ওপর জোর দিয়ে বিশেষ এই দিবসে দেওয়া বার্তায় এরদোগান বলেন, ‘মাসের পর মাস গাজায় নিরীহ শিশুদের গণহত্যা চালানো হচ্ছে, এর বিরুদ্ধে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানাই।’

বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের দিকে ইঙ্গিত করে এরদোগান যোগ করেন, ‘বিশ্ব কিন্তু পাঁচের মধ্যে সীমাবদ্ধ নয়।’

আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে ইসরাইলি আগ্রাসনে নিহত হাজার শিশুদের স্মরণ করে এরদোগান বলেন, ‘এই বিশেষ দিবসে আমি দুঃখভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারানো সে ১৫ হাজার শিশুর কথা, যাদের বর্বরভাবে হত্যা করা হয়েছে।’

গাজায় ইসরাইলি আগ্রাসন ইস্যুতে বিশ্বমানবতা ব্যর্থ হয়েছে বলে মনে করেন তুর্কি প্রেসিডেন্ট। বলেন, ‘গাজায় শুধু শিশুদেরই নয়, মানবতাকেও হত্যা করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্ব এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *