গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৬৬৭ জন

আন্তর্জাতিক

ডিসেম্বর ২০, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১৯ হাজার ৬৬৭ জন মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে প্রতিদিনই শত শত মানুষ নিহত হচ্ছেন। যে সংখ্যা এখন ২০ হাজার অতিক্রম করার দ্বারপ্রান্তে রয়েছে।

এই একই সময়ের মধ্যে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে ৩০১ জন ফিলিস্তিনি ইসরায়েলি সেনা অথবা অবৈধ বসতিস্থাপনকারীদের হাতে প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান এ যুদ্ধে প্রায় ২০ হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৫২ হাজার ৫৮৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *