গাজায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল, উপচে পড়ছে মর্গগুলো

গাজায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল, উপচে পড়ছে মর্গগুলো

আন্তর্জাতিক স্লাইড

জুন ৬, ২০২৪ ৮:১৩ পূর্বাহ্ণ

অধিকৃত গাজার দেইর এল-বালাহে ইসরাইলি হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এতে লাশের মিছিল এতটাই দীর্ঘ হচ্ছে যে, সেখানকার মর্গগুলো উপচে পড়ছে এবং হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।

বুধবার শহরটির চিকিৎসা সূত্র আল জাজিরাকে এসব তথ্য নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে ৩৬ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছে।

ইসরাইলি বাহিনী বলেছে, তাদের স্থল বাহিনী মধ্য গাজার দেইর এল-বালাহের বুরেজ শরণার্থী শিবিরে পৌঁছে গেছে। অন্যদিকে তাদের যুদ্ধবিমান এবং আর্টিলারি বহর এলাকাটি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

এদিকে হামাস বলছে, ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে তাদের সেনা পুরোপুরি প্রত্যাহার করার ‘স্পষ্ট’ প্রতিশ্রুতি না দিলে তারা কোনো চুক্তিতে সম্মত হতে পারে না। কারণ, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুনরায় বলেছেন যে, এই গোষ্ঠীটি ‘নির্মূল’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের চলমান যুদ্ধে এ পর্যন্ত ৩৬ হাজার ৫৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৩ হাজার ৭৪ জন আহত হয়েছে।

বিপরীতে হামাসের হামলায় ইসরাইলে মৃতের সংখ্যা অন্তত এক হাজার ১৩৯ জন। এছাড়া এখনো গাজায় হামাসের হাতে বন্দি রয়েছে কয়েক ডজন ইসরাইলি নাগরিক।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *