খেরসনে রাশিয়ার বিমান হামলা, নিহত ১০

খেরসনে রাশিয়ার বিমান হামলা, নিহত ১০

আন্তর্জাতিক স্লাইড

ডিসেম্বর ২৫, ২০২২ ৯:৫১ পূর্বাহ্ণ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১০ জন নিহত ও ডজন খানেক আহত হয়েছেন।

রোববার এ বিস্ফোরণে খেরসন শহরের কেন্দ্রীয় এলাকার আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আগ্রাসনের পর থেকে রাশিয়ার দখলে থাকা একমাত্র আঞ্চলিক রাজধানী খেরসন গত মাসে ইউক্রেন বাহিনী মুক্ত করে। তারপর থেকে এটি প্রায়ই রাশিয়া বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

হামলার পরের ভিডিওগুলিতে মাটিতে বেশ কিছু মৃতদেহ, আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং ক্ষতিগ্রস্ত ভবন দেখা যায়।

এক টেলিগ্রাম বার্তায় চ্যানেলে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেন, সামাজিক নেটওয়ার্কগুলি সম্ভবত এইসব ছবিগুলোকে ‘স্পর্শকাতর’ হিসাবে চিহ্নিত করবে। তবে এসব কোন স্পর্শকাতর ছবি নয় – এটি ইউক্রেন এবং ইউক্রেনীয়দের বাস্তব জীবন।

তিনি হামলাগুলোকে “ভীতি প্রদর্শন” বলে বর্ণনা করেছেন।

এদিকে, রাশিয়া তার হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে।

রাশিয়ার এ আক্রমণে ১০ জনের মৃত্যুর পাশাপাশি আরো ১৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন খেরসনের প্রাদেশিক গভর্নর।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *