খুলনার ডুমুরিয়ার খলশী গ্রামের রাজা দু’বছর ধরে নিরুদ্ধেশ

দেশজুড়ে

জুন ২৩, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ

মোক্তার হোসেন

খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের খলশী গ্রামের মাহামুদুল্লাহ খান রাজা (২৮) নামে ২ সন্তানের জনক দু’ বছর ধরে নিরুদ্ধেশ। আনুমানিক দু’বছর আগে নিজ বাড়ি থেকে সকালের দিকে কাজ করার উদ্দেশ্যে বের হয় রাজা। আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা স্থানীয় থানায় একাধিক বার যেয়েও কোন সহযোগিতা পাইনি। এমনকি থানায় কোন ডায়রী পর্যন্ত নেয়নি। বিভিন্ন যায়গায় খুজেঁ না পেয়ে রাজার মা শিরিনা বেগম এখন পাগল প্রায়। এদিকে অবুঝ ২ বছরের ছেলে আমির হামজা এবং ৭ বছরের মেয়ে হুমাইয়ারা প্রতিদিন রাতে বাবা বাবা করে ঘুমিয় পড়ছে।স্বামীকে হারিয়ে হতবাক হতদরিদ্র পরিবারের রাজার স্ত্রী অনেকটা নির্বাক তার ওপর অবুধ শিশুদের কান্নায় তিনি দিশেহারা। ভ্যান চালক রাজার বাবা কামরুল খান মরার ওপর খাড়ার ঘার মত দিনরাত ছেলেকে খুজঁছেন আবার সংসারের ঘানি টানতে গাধাঁর খাটুনি খাটছেন। তার কোন খোজঁ পেলে রাজার হতভাগিনী মা ০১৩২০৯২৮২২০ নম্বরে খবর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *