খুলনায় ৩টি সংসদীয় আসনে চ্যালেঞ্জের মুখে নৌকা

রাজনীতি

ডিসেম্বর ২৫, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ

মোক্তার হোসেন ডুমুরিয়া, খুলনা

খুলনার ৬টি সংসদীয় আসনে ৩টিতে নৌকা চ্যালেঞ্জের মুখে। বাকি ৩ টি আসনে নৌকার প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে। খুলনা-১ আসনে সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাসকে পেছনে ফেলে এবার নৌকার টিকিট পেয়ে সুবিধাজনক অবস্থানে।

তবে সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ও নির্বাচনী মাঠে কিছুটা উত্তাপ ছড়াচ্ছেন। খুলনা-২ আসনে বর্তমান সংসদ সদস্য বঙ্গবন্ধুর আতৃসপুত্র শেখ সালাউদ্দীন জুয়েল আবারও নৌকার মাঝি হয়েছেন। তার কোন শক্ত প্রতিদ্বন্দি নেই। খুলনা-৩ আসনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বর্তমান সংসদ সদস্য বেগম মন্নুয়ান সুফিয়ান মনোনয়ন বঞ্চিত হয়েছেন। সেখানে সকলকে তাক লাগিয়ে নৌকার টিকিট পান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

তার কোন শক্ত প্রতিদ্বন্দি নেই। খুলনা-৪ আসনে দ্বিতীয় বারের মত নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক হুইপ খুলনা আওয়ামী লীগের এক সময়ের দাপুটে নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার ভাই এস এম মোস্তফা রশিদী দারা বেশ শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন।

মুশিদী এলাকায় না থাকায় এবং সুজার অনুসারীরা সকল প্রকার সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় সবাই একাট্টা হচ্ছে দারার পক্ষে। ফলে এ আসনে নৌকা বেশ বেকায়দায় পড়েছে। খুলনা-৫ আসনে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ৪ বারের সংসদ সদস্য নারায়ণ চন্দ চন্দ আবারও নৌকার প্রার্থী হয়েছেন। তবে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেষ আকরাম হোসেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এবার নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে। দীর্ঘদিন ক্ষমতায় াকায় অনেকের না পাওয়ার বেদনায়, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃনমূলে একাধিক গ্রুপ তৈরি হওয়ায় শেখ আকরাম হোসেনের দিকে অনেকে ভিড়ছেন। ফলে এ আসনে নৌকা বেশ চেলেছের মধ্যে পড়েছেন।

খুলনা-৬ আসনে কোন আলোচনায় না াকা সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল নৌকার টিকিট পেয়েছেন। তবে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে খুলনা-৬ আসন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *