ক্রিমিয়া ব্রিজে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন

ক্রিমিয়া ব্রিজে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন

আন্তর্জাতিক

জুলাই ১৮, ২০২৩ ৯:১১ পূর্বাহ্ণ

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে (ক্রিমিয়া ব্রিজ) হামলার ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন।

ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসে (এসবিইউ) কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ক্রিমিয়া ব্রিজে হামলা ইউক্রেনের নৌবাহিনী ও এসবিইউর যৌথ অভিযানের একটি অংশ।

দক্ষিণ রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, সোমবার ভোরে ক্রিমিয়া সেতুতে যাত্রীবাহী গাড়িতে হামলায় একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়ে আহত হয়েছেন।

ইতোমধ্যে ক্রিমিয়া ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ এক টেলিগ্রাম বার্তায় জানান, এই মুহূর্তে ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। পরিস্থিতি সামলাতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ বাহিনীর রশদ সরবরাহের প্রধান পথ হিসেবে কের্চ প্রণালির উপর দিয়ে এ সেতুটি ব্যবহার করেছে রাশিয়া। চলমান যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী ১৯ কিলোমিটার দীর্ঘ এ ব্রিজটিকে একাধিকবার হামলার টার্গেট করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *