কেন্দ্রে ভোটারের চেয়ে ক্ষমতাসীন দলের নেতা কর্মী বেশি

কেন্দ্রে ভোটারের চেয়ে ক্ষমতাসীন দলের নেতা কর্মী বেশি

রাজনীতি

জানুয়ারি ৭, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

ভোট শুরু হওয়ার ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও ভোটার উপস্থিতির সংখ্যা খুব একটা বাড়েনি। তবে সময় যতই গড়াচ্ছে কেন্দ্রের আশেপাশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিতির সংখ্যা ততই বাড়ছে। কেন্দ্রে অবস্থিত এসব নেতাকর্মীরা ভোটার আনতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটার উপস্থিতি দেখাতে কেউ কেউ লাইনেও দাঁড়িয়ে আছেন। রোববার রাজধানী আগারগাঁও এর বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী ও শহীদ শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুলের কেন্দ্রগুলো ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
সরজমিন বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে দেখা যায়, সকালে ভোটার উপস্থিতি খুবই কম ছিল। সকাল সাড়ে ১১টার পর ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে। কেন্দ্রের গেটের সামনের রাস্তায় ১০ জনের একটি লাইন দেখা যায়। তবে এখানে ভোটার কম থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীর সংখ্যা ছিল শতাধিক। তারা বিভিন্ন স্থান থেকে ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে রিকশা ও সিএনজিতে করে আনার ব্যবস্থা করছেন।
এই কেন্দ্রে আনোয়ার নামে নৌকা প্রার্থীর এক কর্মী বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ছে। কিছুক্ষণ পর আরও বাড়বে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *