কুবিতে ১০ টাকায় বই বিতরণ

দেশজুড়ে

নভেম্বর ২৭, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের মাঝে ১০ টাকায় বই বিতরণ করেছে ‘স্বাধীন চিরকুট’ নামক একটি সংগঠন। এই বই বিতরণ অনুষ্ঠানে একজন শিক্ষার্থী সর্বোচ্চ একটি বই নিয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের পাশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান এই বই বিতরণ অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

১০ টাকার বিনিময়ে বই পেয়ে উচ্ছসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সীমান্ত বলেন, ‘এখনকার সময়ে ১০ টাকা দিয়ে বই পাওয়া সম্ভব না। সেই জায়গা থেকে স্বাধীন চিরকুট আমাদের এতো অল্প দামে বই পাওয়ার সুযোগ করে দিয়েছে। এতে আমাদের বই পড়ার প্রতি জন্মাবে।’

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী খাদিজা খাতুন রূপা বলেন, ‘আমরা অনেকে বই পড়ি না। এতো কম টাকায় বই পাওয়ায়, আমাদের বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে। আমি বই পেয়ে আনন্দিত হয়েছিছি। স্বাধীন চিরকুট এর এই ধরা অব্যবহত থাকবে আশা করছি।’

স্বাধীন চিরকুটের প্রতিষ্ঠাতা উম্মে সালমা তিন্নি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবার আমরা বই দিচ্ছি। এখানে এতো বই প্রেমী দেখে খুবই ভালো লাগছে। আমরা আবারও এমন বই বিতরণের চেষ্টা করবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড.মোহা: হাবিবুর রহমান বলেন, ‘স্বাধীন কুটিরের ১০ টাকায় বই বিতরণের এই আয়োজনটি দারুণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের দিকে ধাবিত হবে বলে আশা রাখি। বই জ্ঞানের আধার। যে যত বই পড়বে সে তত জ্ঞানী হবে। বই পড়ার মাধ্যমেও বিশ্ব ভ্রমন করা যায়।

তিনি আরো বলেন, ‘আমাদের উপাচার্য স্যার কোয়ালিটি টিচিং, কোয়ালিটি লার্নিং, কোয়ালিটি রিসার্চ এবং কমিউনিটি এনগেজমেন্টের কথা বলেন। আজকের এই কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি এনগেজমেন্ট হচ্ছে। যা থেকে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আশা করি।’

 

জেএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *