করোনায় আক্রান্ত, তবুও খেলতেন ওয়েড!

করোনায় আক্রান্ত, তবুও খেলতেন ওয়েড!

খেলা

অক্টোবর ২৯, ২০২২ ৮:১৪ পূর্বাহ্ণ

চলমান টি-২০ বিশ্বকাপে বৃষ্টির বাঁধা যেন কোনোভাবেই থামছে না। আজ শুক্রবার মেলবোর্নের দুটি ম্যাচই বৃষ্টিতে ভেসে গেছে। যেখানে দিনের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।

এ ম্যাচের আগে কোভিড আক্রান্ত হওয়ার কারণে একাদশে ম্যাথু ওয়েডের না খেলার সম্ভাবনা বেশি ছিল। তবে অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, করোনা নিয়েই খেলতেন ওয়েড।

ম্যাচ শেষে এ বিষয়ে ফিঞ্চ বলেন, ‘সে (ওয়েড) আজ রাতে খেলতে যাচ্ছিল। গতকাল তার কিছু উপসর্গ ছিল কিন্তু সে ভালো ছিল।’

তুলনামূলক ছোট দল আয়ারল্যান্ড এবং আফগানিস্তানকে অবমূল্যায়ন করতে চান না অজি অধিনায়ক। তিনি বলেন, ‘আপনাকে প্রথমে জেতার চেষ্টা করতে হবে। তারপর আপনি চেষ্টা করবেন নেট রান রেটের জন্য।’

তিনি আরো বলেন, ‘আয়ারল্যান্ড এবং আফগানিস্তানকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তাদের বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে। আপনি মাঝে মাঝে পরিস্থিতিকে ওভারপ্লে করতে পারেন এবং এটি আপনাকে কাজের জন্য মনোযোগ যোগায়।’

অস্ট্রেলিয়ায় গত কয়েক দিন ধরেই চলছে বৃষ্টি। ফিঞ্চের মতে বৃষ্টিতে মেলবোর্নের মাঠ সবচেয়ে বেশি ভিজেছে। তুমুল এই বৃষ্টিতে বিস্মিত অজি অধিনায়ক নিজেও।

ফিঞ্চ বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আউটফিল্ড ভিজেছে। তবে এই স্টেডিয়ামই আমি এখন পর্যন্ত সবচেয়ে ভেজা দেখলাম। রান-আপগুলি সত্যিই একটি সমস্যা হতো। কারণ ভিতরের বৃত্তের চারপাশে এটি খুব ভেজা ছিল।’

এরপর অজি অধিনায়ক বলেন, ‘দলের প্রত্যেকে খেলার জন্য প্রস্তুত ছিল। খেলা না হওয়াটা হতাশাজনক। মেলবোর্নে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা বিস্ময়কর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *