এ বছর ১০ সিনেমায় সরকারি অনুদান পাচ্ছেন যারা

এ বছর ১০ সিনেমায় সরকারি অনুদান পাচ্ছেন যারা

বিনোদন

জুন ১৯, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ

২০২২-২০২৩ অর্থবছরে মোট ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি, শিশুতোষ দুটি ও সাধারণ শাখায় ছয়টি সিনেমায় অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-২ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে ২০২২-২০২৩ অর্থবছরে অনুদানপ্রাপ্ত ১০টি চলচ্চিত্রের নাম, প্রযোজক ও পরিচালকের নাম এবং অনুদানের পরিমাণ ঘোষণা করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন

তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন

মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে মোমাম্মদ উল্লাহ পরিচালিত ‘যুদ্ধ শিশু’ ও আমিনুর রহমান খান পরিচালিত ‘ভোর’।

শিশুতোষশাখায় অনুদান পাচ্ছে দুটি সিনেমা। ঐ দুটি সিনেমা হলো- রুবেল শঙ্কর বিশ্বাস পরিচালিত ‘মাটির রাজ কুমার’ ও আকা রোজা গালিব পরিচালিত ‘মস্তক বড়লোক’।

সাধারণ শাখায় অনুদানের জন্য নির্বাচিত হয়েছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, নূর ইমরান মিঠু পরিচালিত ‘সার্কস’, নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মিয়া’, রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাষ্টার’, মাসুদ পথিক পরিচালিত ‘দ্যা আগষ্ট’, রোকেয়া প্রাচী পরিচালিত ‘রেনুর মুক্তিযুদ্ধ’ নামের সিনেমাগুলো অনুদান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *