এ্যানীকে মারধরের ঘটনা মানবাধিকার সংগঠনগুলোকে জানাল বিএনপি

রাজনীতি

অক্টোবর ১৬, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ

 

সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গভীর রাতে দরজা ভেঙে বাসা থেকে আইনবহির্ভূতভাবে গ্রেপ্তার ও শারীরিকভাবে নির্যাতনের বিষয়টি দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে জানিয়েছে দলটি।

এসব সংগঠনের কাছে পাঠানো এক প্রতিবেদনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনবহির্ভূত কর্মকান্ড তুলে ধরা হয়।

বিএনপির মিডিয়া সেলের আর এক সদস্য জানান, রোববার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার ও তার ওপর নির্যাতনের বিষয়টি মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে। দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব। এমন একজন পরিচিত ব্যক্তিকে গত ১১ অক্টোবর গভীর রাতে দরজা ভেঙ্গে তার বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে জোর করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের সময় তাকে কোনো ওয়ারেন্ট দেখাতে পারেনি। এমনকি গভীর রাতে তার বাসায় প্রবেশের কোনে আইনি কাগজপত্রও প্রদর্শন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপরন্তু তাকে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, এ কারণে তার মুখে ক্ষত চিহ্ন রয়ে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারের পর দিন সকালে নিম্ন আদালতে নেওয়া হয়, বিচারকের সামনে এ্যানী এই নির্যাতনের কাহিনী তুলে ধরে কেঁদে ফেলেন। এই প্রতিবেদনের সাথে দেশের বেশ কয়েকটি প্রধান পত্রিকার এ সম্পর্কিত রিপোর্ট সংযোজিত করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারের পর দিন সকালে নিম্ন আদালতে নেওয়া হয়, বিচারকের সামনে এ্যানী এই নির্যাতনের কাহিনী তুলে ধরে কেঁদে ফেলেন। এই প্রতিবেদনের সাথে দেশের বেশ কয়েকটি প্রধান পত্রিকার এ সম্পর্কিত রিপোর্ট সংযোজিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *