এবার নাসিরনগরে কে হচ্ছেন নৌকার মাঝি?

দেশজুড়ে

অক্টোবর ১২, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নানঃ-

দ্ধাদশ সংসদ নির্বাচনে যোগ্য ব্যাক্তির হাতে নৌকা তুলে না দিতে পারলে আওয়ামী লীগের ঘাটি হিসেবে খ্যাত ব্রাহ্মণবাড়িয়া- ১ সংসদীয় ২৪৩ আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এমনই আশংকা করছে উপজেলার সর্বস্তরের জনগণ। ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সি,ই,সির ঘোষণা মতে ডিসেম্বর থেকে জানুয়ারীর মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাসিরনগরের জনগণের মাঝে রাস্তাঘাট থেকে শুরু করে চায়ের দোকানেও চলছে নির্বচনী নানা আলোচনা সমালোচনা। নৌকা কি বর্তমান সাংসদের হাতেই থাকছে না নতুন কারাে হাতে চলে যাচ্ছে সে আলোচনার শেষ নেই। বর্তমান সংসদ সদস্যের অনুসারীরা বলছে আবারো সাংসদ সগ্রামই হবেন নৌকার মাঝি। অন্যরা বলছে এবার নৌকার মাঝি হতে চলেছে নতুন কেউ। বিগত নির্বাচনে ছিলেন ওরা এগারজন। তবে এ নির্বাচনে  যার যার মত করে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। বর্তমান সাংসদ রয়েছেন যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন নিয়ে ব্যস্ত। আর কৃষকলীগের অর্থবিষয়ক সম্পাদক রয়েছেন কৃষকলীগ নিয়ে ব্যাস্ত । নাসিরনগরের আমজনতার প্রশ্ন তাহলে নাসিরনগরের আওয়ামী লীগ কি মারা গেছেন?নাসিরনগর আওয়ামী লীগের জনশুন্য সভাপতি আর বির্তকিত সাধারণ সম্পাদককে নিয়েও চলছে নানা মুখরোচক আলোচনা সমালোচনা। সংসদ সদস্যের পাশাপাশি সভা সমাবেশ, পথ সভা,উঠান বৈঠক সহ বর্তমান সরকারের ১৫ বছরের উন্নয়নের পিরিস্তি তুলে ধরে ১১৭ টি ওয়ার্ডে উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, তার স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রোমা আক্তার তার শ্যালক উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জি এম আরমান নুর ও তার অনুসারীরা। তাছাড়াও দলীয় মনোনয়নের ও নৌকার আশায় আওয়ামীলীগের প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্য নিউ ইর্য়ক স্টেটের আওয়ামী লীগের সহ সভাপতি এ কে এম আলমগীর, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম এ করিম,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার মনির,এডঃ রাখেশ চন্দ্র সরকার,ইঞ্জিনিয়ার ইহতেশামুল কামাল, যদিও এখনো নিজের মুখে কিছু বলেনি তার পরও নাসিরনগরের রাজনীতির মাঠে বেশ আলোচনায় রয়েছে সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীপুত্র ডাক্তার রায়হানুল হককে নিয়ে।
উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে এবার জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন বোর্ডের সদস্যরা যদি যোগ্য ব্যাক্তির হাতে নৌকা তুলে দিতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের ঘাটি নামে খ্যাত এ আসনটি এবারও আওয়ামী লীগের হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একবার আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে গেলে তা পুনঃরোদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে বলে জানান সাধারণ জনতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *