এবার আশরাফুলের দিকে আঙুল তুললেন সাবেক সতীর্থ

খেলা

জানুয়ারি ২৪, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ

ইটের জবাবে যেন পাটকেলের আঘাত পেলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক আশরাফুল মোহাম্মদ আশরাফুল। ফিক্সিং কাণ্ডে দেশের ক্রিকেট থেকে ব্রাত্য হয়ে যাওয়া আশরাফুল ক্রিকেট ছেড়ে এখন থিতু হয়েছেন ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায়। চলমান বিপিএলে তিনি টিভির সামনে হাজির হচ্ছেন নিয়মিত। আর সেখানেই গতকাল প্রশ্ন তুললেন মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে।

 

মাশরাফিকে ক্রিকেটীয় যুক্তির বাইরে গিয়ে খেলানোয় ছোট করা হচ্ছে টুর্নামেন্টকেই, এমনটাই ধারণা আশরাফুলের। তিনি বলেন, ‘কিন্তু এইভাবে এই টুর্নামেন্টে আসলে… সে কিন্তু খেলতে চাচ্ছিলো না, মালিকরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয় এই টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে।’

এর বিপরীতে মাশরাফি খুব সংক্ষেপে উত্তর দিলেও ছেড়ে কথা বলেননি এই দুজনেরই আরেক সতীর্থ সৈয়দ রাসেল। নতুন বলে মাশরাফির পার্টনার ছিলেন রাসেল। একটা বড় সময় দুজন মিলে সামলেছেন দেশের পেস বোলিং অ্যাটাক। নিজের এমন সময়ে সেই রাসেলকেই পাশে পাচ্ছেন ম্যাশ।

গতকাল রাতে এক স্ট্যাটাসে আশরাফুলকে নিজের শেষ সময়ের কথা মনে করিয়ে দিয়েছেন রাসেল, ‘লাস্ট কয়েক বছর প্রিমিয়ার লিগে বলেন আর বিপিএল বলেন, খেলার জন্য এহেন কোন কাজ নেই, যেটা আশরাফুল করে নাই। লাস্ট প্রিমিয়ার লিগে তো মোহামেডানে আশরাফুল কে ম্যাচ খেলানো হয়নি বলে মাঠ ছেড়ে বাড়ি চলে যাওয়ার ঘটনা ঘটিয়েছিল।’

শুধু এখানেই থামেননি তিনি, আশরাফুলের খেলার ধরণের দিকেও ইঙ্গিত করেছেন সাবেক এই পেসার, ‘নিজের রান করার জন্য টিম কে ডোবানোর রেকর্ড তো আশরাফুলের থেকে বেটার আর কেউ নেই বাংলাদেশ এ’।

শেষটা অবশ্য সতীর্থ আশরাফুলকেই বলেছেন রাসেল, ‘আরে ভাই তোর তো বোঝা উচিত টিম এর মালিক, যারা কিনা কোটি কোটি টাকা খরচ করছে বিপিএলে, তারাই চাইছে মাশরাফি খেলুক….So what’s your problem?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *