এতিম ছাত্রদের সাথে সংস্করণ ফাউন্ডেশনের ঈদ উদযাপন

দেশজুড়ে

জুন ১৮, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে সংস্করণ ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলা শাখার স্বেচ্ছাসেবক বৃন্দ লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমল নগর উপজেলার সাহেবের হাট আশ্রাফুল উলুম ইসলামিয়া কাওমী মাদরাসা ও এতিম খানায় ঈদুল আযহা উপলক্ষ্যে ৪০ জন ছাত্রদের (০৫ জন শিক্ষক ও ৪ জন স্বেচ্ছাসেবক ব্যতীত) মাঝে দুটি ছাগল কোরবানি ও ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ঈদ সালামি প্রদান, ইসলামিক অনুষ্ঠান পরিচালনা ও সকলে মিলে রান্নাবান্না করে খাওয়া দাওয়াসহ ছোটছোট বেশ কিছু কার্যক্রমের আয়োজন করে ।

সংস্করণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা প্রতিটি ঈদেই চেষ্টা করি ছোট পরিসরে সমাজের বেশ কিছু মানুষের সাথে ঈদ উদযাপন করতে যারা প্রকৃতপক্ষে ঈদের আনন্দ পান না । ঈদ আমাদের মুসলমান ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত আনন্দের দিন । তাই আমরা প্রতি বছর-ই চেষ্টা করি ঈদ উপলক্ষ্যে ‘ঈদের হাসি’ প্রোগ্রামের আয়োজন করার যাতে করে সমাজের বেশ কিছু মানুষের ঈদ উদযাপন-টা স্মৃতিময় ও আনন্দের হয় । এর-ই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে ঈদুল আযহার দ্বিতীয় দিনে ঈদের হাসি সিজন-০২ এর দ্বিতীয় পর্বের আয়োজন করা হয় । আমাদের এই কার্যক্রমগুলো মূলত দাতা, স্বেচ্ছাসেবক ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ভ্রাতিত্বপূর্ণ সম্পর্ক তৈরির জন্য করা হয়ে থাকে । আশা করি আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরণের কার্যক্রম পরিচালনা করতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *