একদিন সন্তানদের বলবো আমি মেসির বিপক্ষে খেলেছিলাম: জাস্কো ভারডিওল

একদিন সন্তানদের বলবো আমি মেসির বিপক্ষে খেলেছিলাম: জাস্কো ভারডিওল

খেলা স্লাইড

ডিসেম্বর ১৬, ২০২২ ৯:৪০ পূর্বাহ্ণ

ফিফা ফুটবল বিশ্বকাপের এবারের আসরের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নিজের জাত চিনিয়েছেন ২০ বছর বয়সী ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জাস্কো ভারডিওল। কিন্তু তাকেই কিনা ঘোল খাওয়ালেন ৩৫ বছর বয়সী মেসি।

মেসির বা পায়ের জাদুর কাছে যেন খেই হারিয়ে ফেলেন এই ডিফেন্ডার। ফলে যা হবার তাই হয়েছে ক্রোয়েশিয়ার বিপক্ষে। মেসির দারুণ সেই অ্যাসিস্ট থেকে গোল করেন আলভারেজ। কিন্তু মেসির কাছে এভাবে নাকানিচুবানি খেয়েও যেন মেসি স্তুতি এতটুকু কমেনি তার৷ নিজের ভবিষ্যৎ প্রজন্মকে মেসির বিপক্ষে খেলার এই ঐতিহাসিক স্মৃতি মনে করিয়ে দিয়ে আনন্দের হাসি হাসবেন ভার্ডিওল।

ভার্ডিওল ম্যাচ শেষ হওয়ার একদিন পর সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে বলেন, ‘একদিন আমি সন্তানদের বলব, আমি মেসির বিপক্ষে খেলেছিলাম।’

এছাড়াও মেসির কাছে এবার হার মানলেও পরবর্তী মোকাবেলায় মেসিকে হারানোর পণও করেন ভার্ডিওল৷ ‘আমি তার বিপক্ষে এর আগেও খেলেছি। কিন্তু সে আর্জেন্টিনার জার্সি পরে যেন ভিন্ন এক খেলোয়াড় হয়ে গেছে। তবে পরবর্তী মোকাবেলায় তাকে আমি হারাবোই আশা করি।’

দলের এমন হারের পরেও তার বিশ্বকাপের সেরা ইয়াং ফুটবলার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বকাপ জয়ের মেডেল পেতেই বেশি উৎসাহী ছিলেন ভার্ডিওল। ‘হয়তো আমি সেরা ইয়াং ফুটবলারের পুরস্কার পেতে পারি কিন্তু মেডেল নিয়ে বাড়ি ফেরাটাকেই বেশি অগ্রাধিকার দিয়েছিলাম আমি।’

অন্য সবার মত নিজের ভুলগুলো শুধরে তৃতীয় নির্ধারণী ম্যাচে ভালো করার প্রত্যয় এই ২০ বছর বয়সী ডিফেন্ডারের কণ্ঠে। ‘এমন কোন ফুটবলার নেই যে ভুল করে না, বিশেষ করে ডিফেন্ডাররা। খেলার ভেতর ভুল থাকবেই। আমি চেষ্টা করব সেই ভুলগুলো দ্রুতই শুধরে ভালো করতে।’

সূত্র: ইনফোবায়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *