একটি অপশক্তি দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে চায়: শিক্ষামন্ত্রী

একটি অপশক্তি দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে চায়: শিক্ষামন্ত্রী

জাতীয় স্লাইড

জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৪ পূর্বাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের নতুন বইয়ে ইসলাম ধর্মবিরোধী বিষয় থাকার তথ্য সত্য নয়। একটি অপশক্তি তিন বছর আগের ভারতের পশ্চিমবঙ্গের একটি বইয়ের ছবি দিয়ে এ অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যাচার করে শুধু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে চায় না, দেশের পরিবেশও অস্থিতিশীল করতে চায়।

শনিবার সকালে নগরের বায়েজিদ থানাধীন আরেফিন নগরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী ক্যাম্পাসে দশম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, যারা বইয়ের ভুল শনাক্ত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। নবম-দশম শ্রেণির বইয়ে কিছু ভুল শনাক্ত হয়েছে। এ বছর শিক্ষার্থীরা বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছে বলেই ভুলগুলো ধরা পড়েছে। আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের এই মনোযোগ পাঠ্যবইগুলোর মান উন্নত করতে এবং আরো নির্ভুল করতে সহযোগিতা ও অনুপ্রাণিত করবে।

ডা. দীপু মনি বলেন, করোনার সময়টা সারা বিশ্ববাসীর জন্য কষ্টকর ছিল। করোনাকালীন সেই  চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমরা অনলাইন ক্লাসের কার্যক্রম সফলভাবে করতে পেরেছি। এতে শিক্ষকশিক্ষার্থী ও অভিভাবকরা খুব খুশি।

এ সময় উপস্থিত ছিলেন- ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী লার্স রাসমুসেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভিসি রুবানা হক, সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইমেরিটাস জন সেক্সটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *