ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৮ হাজার মানুষ নিখোঁজ

আন্তর্জাতিক

ডিসেম্বর ১৭, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ

ইসরায়েলি বোমা হামলায় গাজায় এ পর্যন্ত ৮ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। নিখোঁজদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু।

এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে।

গাজায় ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিসের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড নিউজ বলছে, ইসরায়েলি হামলায় ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৮ হাজার ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, অবরুদ্ধ ছিটমহলে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আহত হয়েছেন ৫১ হাজার ফিলিস্তিনি ।

সেখানে আরও বলা হয়েছে, ইসরায়েলের হাতে নিহতদের মধ্যে ৮,০০০ শিশু এবং ৬,২০০ নারী রয়েছে।

গাজায় বেসামরিক প্রতিরক্ষা সরবরাহের পরিচালক মোহাম্মদ আল-মুগাইর বুধবার (১৩ ডিসেম্বর) বলেন, নিখোঁজদের বেশিরভাগই ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *