ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীকে পেন্টাগনে ডাকলেন লয়েড অস্টিন

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীকে পেন্টাগনে ডাকলেন লয়েড অস্টিন

আন্তর্জাতিক

জুন ১৬, ২০২৪ ৮:৫৭ পূর্বাহ্ণ

পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট্রিক রাইডার জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে পেন্টাগনে আমন্ত্রণ জানিয়েছেন।

প্যাট্রিক রাইডার শনিবার এক টুইটবার্তায় এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে আলোচনা করবেন তারা। মন্ত্রী গ্যালান্ট আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন।

এদিকে গাজা শহরের তিনটি বাড়িতে ইসরাইলের বোমা হামলায় একদিনে ২৮ জন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গাজায় এ পর্যন্ত ইসরাইলি বর্বরতায় নিহতের সংখ্যা দাড়িয়েছে ৩৭ হাজার ২৯৬ জনে। আহতের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *