ইসরাইলি আগ্রাসন মোকাবিলায় হামাস-হিজবুল্লাহ বৈঠক

ইসরাইলি আগ্রাসন মোকাবিলায় হামাস-হিজবুল্লাহ বৈঠক

আন্তর্জাতিক

এপ্রিল ১০, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ণ

জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার জবাব দিতে বৈঠকে বসেছে হামাস ও হিজবুল্লাহ।

লেবাননে রোববার হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ও হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ এ বৈঠক করেন। খবর আনাদোলুর।

গত সপ্তাহে আল আকসায় নামাজ পড়া অবস্থায় মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনারা নির্বিচারে হামলা ও গণগ্রেফতার চালালে এ অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়।

এর পরই পশ্চিমতীর থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করা হয়। এর জবাবে ইসরাইল ফিলিস্তিনের গাজা ও লেবাননে বিমান হামলা চালায়।

লেবানন থেকে হিজবুল্লাহও রকেট হামলা চালায় ইসরাইলে। এসব ঘটনায় গোটা অঞ্চলটিতে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

এ অবস্থায় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষের দুই সশস্ত্র সংগঠন বৈঠক করেছে পরবর্তী করণীয় ঠিক করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *