‘ইউক্রেনের বিমান বাহিনীর দক্ষ কর্মীদের কার্যত নিমূল করা হয়েছে’

আন্তর্জাতিক স্লাইড

আগস্ট ৩০, ২০২২ ৬:৩৫ পূর্বাহ্ণ

ইউক্রেনের বিমান বাহিনীর দক্ষ কর্মীদের কার্যত নিমূল করা হয়েছে বলে রাশিয়ার একটি সামরিক-কূটনীতিক সূত্র সোমবার রুশ সংবাদমাধ্যম তাসকে জানিয়েছে।

ওই সূত্র জানায়, রাশিয়ার এরোস্পেস ফোর্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিয়ে ইউক্রেনের মিগ-২৯, এসইউ-২৭ ও এসইউ-২৫ বিমানের পুরো যোগ্য অপারেটিং কর্মীদের কার্যত নির্মূল করে দিয়েছে।

ওই সূত্র মতে, পশ্চিমা প্রতিশ্রুতি অনুযায়ী আরও সোভিয়েত-নির্মিত যুদ্ধবিমান সরবরাহ সম্ভবত অপূর্ণই হয়ে যাবে।

ওই সূত্র আরও জানায়,  চলমান যুদ্ধে ইউক্রেনের অল্প প্রশিক্ষিত এয়ার ক্যাডেটদের জড়াতে বাধ্য করা হয়েছিল যার ফলে ‘ইউক্রেনীয় বিমান বাহিনীর বিপর্যয়কর ক্ষতি হয়েছে’।

পোল্যান্ড ও অন্যান্য পূর্ব ইউরোপের দেশ থেকে পাইলট নিয়োগের প্রচেষ্টা সফল হয়নি বলেও ওই সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *