আওয়ামী লীগ নারীর অধিকার নিশ্চিত করেছে: শেখ হাসিনা

আওয়ামী লীগ নারীর অধিকার নিশ্চিত করেছে: শেখ হাসিনা

রাজনীতি

ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ

 

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারীর অধিকার নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার গণভবনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে দলটির সভাপতি শেখ হাসিনা বলেছেন, মনোনয়ন না পেলেও নিজেদের কাজ অব্যাহত রাখতে হবে। নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন হারিয়ে না যায়, মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে হবে।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সবাইকে যোগ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তবে আবেদনকারী ১ হাজার ৫৫৩ জনের মধ্য থেকে ৪৮ জন নির্বাচন করা বেশ কঠিন। তার পরও সেটি করতে হবে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারীর অধিকার নিশ্চিত হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে চললে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায়, সেটি আমরা প্রমাণ করেছি। বর্তমানে বিশ্বব্যাপী বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। এত চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই বাংলাদেশ। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *