আইনী জটিলতার অবসান হলে দেশে ফিরতে পারবে বাউফলের ১১ জেলে

দেশজুড়ে

অক্টোবর ২, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ

মো. দুলাল হোসেন( বাউফল):

পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১১ জেলে আইনী জটিলতায় প্রায় দেড় মাস ধরে প্রতিবেশি দেশ ভারতে আটকে আছেন। আটকে থাকা ১১ জেলেকে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন তাঁদের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ওই জেলেরা ভারতে আটকে থাকায় মানবেতর জীবন-যাপন করছেন তাঁদের পরিবারগুলো। জানা গেছে, গত ১৫ আগস্ট পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাবুল ব্যাপারীসহ মোট ১২জন জেলে এফবি সামিরা নামে ইঞ্জিন চালিত একটি ট্রলার নিয়ে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে রওনা হন। ১৭ আগস্ট তাঁরা গভীর সমুদ্রে মাছ শিকারে নামেন। আকস্মিক ঝড়ের কবলে পড়ে ১৯ আগস্ট বেলা ১১টার দিকে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। ট্রলার ডুবে গেলে তাঁরা ১২জন বাঁশ ও প্লাস্টিকের পট আঁকড়ে ধরে সাগরে ভাসতে থাকেন। প্রবল
স্রোতে জসিম হাওলাদার নামে এক জেলে তাঁদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। টানা ১৭ঘন্টা সাগরে ভাসমান থাকার পরে ২০ আগস্ট তাঁরা ভারতের তালপট্টি জঙ্গলে আশ্রয় নেন। ওই জঙ্গলেই তাঁদের রাত কাটে। পরের দিন (২১ আগস্ট) ভারতের চব্বিশ পরগণার জীবনতলা গ্রামের জোনাব মোল্লা নামে এক ট্রলার মালিক তাদেরকে উদ্ধার করে তাঁর বাড়িতে আশ্রয় দেন। সেখানের একটি হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে পুলিশ তাঁদেরকে থানায় নিয়ে যায়। থানা থেকে জোনাব মোল্লা নামে এক ব‍্যক্তি তাঁদেরকে তাঁর জিম্মায় নিয়ে যান। এখন সেখানেই অবস্থান করছেন উপজেলার চন্দ্রদ্বীপ ইউপির বাবুল ব্যাপারী (৫০), জসিম বয়াতী (৪০), আবুল মাতুব্বর (৪৮), মো. সুমন (৩০), সোহরাব মাঝি (৩৭), সবুজ ব্যাপারী
(৪৫), কামাল সরদার (৪০), কায়েস হাওলাদার (৩৫), ফিরোজ খলিফা (৪০), ভোলা জেলার লালমোহন উপজেলার নাজিরপুর গ্রামের মোতাহার (৪০) ও বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের শ্রীপুর গ্রামের মো. করিম হোসেন (৩৫)।
এদিকে, ভারতে আটকে থাকা গবীর জেলে পরিবারের সদস্যরা ব্যাংক ঋণের বোঝা মাথায় নিয়ে খেয়ে-না খেয়ে দিন কাটাচ্ছেন। অসহায় এসব
পরিবার এখন পর্যন্ত সরকারের কোন রকম সহায়তাও পায়নি।
এ বিষয়ে বাউফলের নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন জানান, “ইতিমধ্যে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে হয়তো তারা দেশে ফিরে আসতে
পারবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *