ফেব্রুয়ারি ২, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ
জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে হুইপ হিসাবে নিয়োগ দিয়েছেন, আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো যেন দায়িত্বটা ঠিক মত পালন করতে পারি। সেই সঙ্গে এই জনপদের মানুষকে ধন্যবাদ জানাই, তাদের ভালবাসাতেই আমি এ পর্যন্ত আসতে পেরেছি। কাজের মাধ্যম দিয়েই নড়াইলের মানুষের সমস্যার সমাধান করে আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ।
সার্কিট হাউজে হুইপ নিযুক্ত হওয়ার পর প্রথমবার নড়াইলে এসে নিজের অনুভূতি প্রকাশ করতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাশরাফী।
নড়াইলের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে হুইপ মাশরাফী বেশি সুবিধা পাবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টা আসলে তেমন নয়। এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়নে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি মেগা প্রকল্প দিয়ে দিয়েছেন। যেগুলো বাস্তবায়ন করা জরুরি। বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে দৃশ্যমান হবে সেগুলো। আরও যা কিছু এলাকার মানুষের জন্য প্রয়োজন, সেগুলো নিয়ে কাজ করবো যেন ভবিষ্যতে সেগুলো বাস্তবায়িত হয়।
হুইপ নিযুক্ত হওয়ায় দায়িত্বও বেড়ে গেছে, সেক্ষেত্রে খেলার থেকে অবসরে গেলেন কি না? এমন প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, খেলা আমার প্যাশন- সেটা সবসময় বলেছি। এই বিষয়টিতে আমার নিজের মত করেই সিদ্ধান্ত নিবো। আসলে মিডিয়াতে বিষয়টি নিয়ে এখনই বলার উত্তম সময় নয়।