হিটলারকে নিয়ে ল্যাভরভের মন্তব্যের কড়া জবাব দিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক

মে ৩, ২০২২ ৯:৩৭ পূর্বাহ্ণ

ইহুদিদের জড়িয়ে এডলফ হিটলারকে নিয়ে করা মন্তব্যের জেরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কঠোর ভাষায় সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ।

মঙ্গলবার জেলেনস্কি বলেছেন, ‘রুশ পররাষ্ট্রমন্ত্রীর এমন ইহুদিবিদ্বেষী আক্রমণাত্মক মন্তব্যের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব শিক্ষা ভুলে গেছে রাশিয়ান কর্তৃপক্ষ অথবা কখনো সেসব শিক্ষাই পায়নি তারা।’

তাদের মন্ত্রীর এই ধরনের ইহুদি বিদ্বেষী আক্রমণের অর্থ হল রাশিয়ান কর্তৃপক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমস্ত পাঠ ভুলে গেছে, বা হয়তো তারা সেই পাঠগুলি কখনও শিখেনি।”

রাতের এক ভাষণে  তিনি এসব বলেন জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট এসময় আরও বলেন, ‘এসব মন্তব্য এটাই প্রমাণ করে যে রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা নাৎসিদের অপরাধের দায় ইহুদি জনগণের উপর চাপিয়েছেন। আমার কিছু বলার নেই।’

এর আগে রোববার  ইতালির টেলিভিশনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, জার্মানির নাৎসি বাহিনীর কুখ্যাত নেতা এডলফ হিটলারের বংশধরেরা ইহুদি ছিল। এই হিটলারই ইহুদিদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছেন। তিনি তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও হিটলারের মতোই ইহুদি। তাহলে ইউক্রেনে কিভাবে নাৎসি থাকবে?

আর ল্যাভরভের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে ভীষণ চটেছে ইহুদি রাষ্ট্র ইসরাইল। তারা ল্যাভরভকে ক্ষমা চাইতে বলেছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, ‘লাভরভের বক্তব্য ক্ষমার অযোগ্য। এর মধ্য দিয়ে শোষক-নিপীড়কদের তাদের দায় থেকে মুক্তি দেওয়া হয়।’

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ‘এই মিথ্যাচার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোকে আড়াল করে ইহুদিদের ওপরই উল্টো দায় চাপানোর নামান্তর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *