দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে বিদেশ যাওয়া হাজী সেলিম আইন মেনেই বিদেশ গেছেন ও ফিরে এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (হাজী সেলিম) খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন। আবার ফেরত এসেছেন। আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে এবং আমাদের হাইকোর্ট থেকে যে নির্দেশনা ছিল সেটি সামনে রেখেই তিনি গিয়েছিলেন। নিশ্চয়ই তিনি একজন সংসদ সদস্য ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের বিষয় মাথায় রেখেই তিনি গিয়েছিলেন।
তিনি বলেন, আপনারা জানেন হাইকোর্টের রায় আছে, সেটি অফিসিয়ালি ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গেছেন, আবার চলে এসেছেন।
এর আগে, শনিবার সন্ধ্যায় থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। পরে তিনি বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন।