এপ্রিল ৩০, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ
রাশিয়ার সেনারা ইউক্রেনের দোনবাসের স্লোভইয়ানেস্ক ও বারানিভকার দিকে এগুচ্ছে।
শুক্রবার এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ইজিয়ামের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম দিকে খুবই ধীরগতিতে এগুচ্ছে রুশ বাহিনী।
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, রাশিয়া এখনো দুর-পাল্লার মিসাইল হামলা চালানো চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে ওই কর্মকর্তা বলেন, স্থল হামলা চালানোর আগে রাশিয়ার সেনারা কামান ও বিমান হামলা চালাচ্ছে। ফলে তারা স্থলে খুব বেশি এগুচ্ছে না।
তিনি আরও বলেন, তবে রাশিয়ানরা যে কামান ও বিমান হামলা চালাচ্ছে সেগুলো তেমন একটা প্রভাব ফেলছে না, যতটা প্রভাব ফেলবে তারা ভেবেছিল। তাই ইউক্রেনীয়রা এখনো প্রতিরোধ করতে পারছেন।
তিনি আরও জানিয়েছেন, রাশিয়ানরা তাদের রশদ ফুরিয়ে যাওয়ার বিষয়টি নিয়েও কিছুটা চিন্তিত।
এদিকে বৃহস্পতিবার জানা যায়, রাশিয়ার কিছু সেনা মারিউপোল ছেড়ে জাপোরিঝঝিয়ার দিকে এগুচ্ছে।
সূত্র: সিএনএন