পুরোপুরি পারিবারিক মানুষ এখন শাহিদ কাপুর। পিঙ্কভিলার বরাতে জানা গেছে, বর্তমানে তিনি যে অর্থ ব্যয় করেন, তার জন্য স্ত্রী মীরা রাজপুতের অনুমতি নেন।
সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আগে আমি আমার সমস্ত অর্থ ব্যয় করতাম কিন্তু এখন নয়। আমি এখন পারিবারিক মানুষ। আমার স্ত্রী ও বাচ্চা রয়েছে। তাই টাকা খরচ করার আগে আনুমতি নিতে হয় এবং এটি নিয়ে ভাবতে হয়।’
২০১৫ সালে শাহিদ কাপুর ও মীরা গাঁটছড়া বাঁধেন। এই দম্পতির ঘরে দুটি সন্তান রয়েছে।
জানা গেছে, বিয়ের এক বছরের মধ্যেই তাদের সংসারে ভাঙনের হাওয়া লেগেছিল। সাংসারিক অশান্তি নয়, বরং সিনেমার কারণেই সব অশান্তির সূত্রপাত ঘটেছিল।
এখন ক্যারিয়ার ও সংসার বেশ ভালোভাবেই সামাল দিচ্ছেন তিনি। বর্তমানে বেশ সুখেই আছেন শাহিদ-মীরা দম্পতি। দিব্যি ছবিতে অভিনয়ও করে বেড়াচ্ছেন এই অভিনেতা।